গঙ্গাসাগরে সাধুসমাগম, ছবি - আইএএনএস
আমরা অনেক সময় বয়স্কদের প্রণাম করার পর খুশি খুশি ভাব নিয়ে বলি, ‘আমাকে বেশ ভালো করে আশির্বাদ করবেন যাতে…।’
এই বলার অভ্যাসটা আমার আগে ছিল, এখন নেই। বহু বছর আগে একবার হিমালয়ের বিভিন্ন তীর্থ ভ্রমণকালীন নাথ সম্প্রদায়ের এক উচ্চমার্গের জটাধারী যোগীর সান্নিধ্যলাভ করি। নানান বিষয়ে কথোপকথনের পর, কথার শেষে যাওয়ার সময় পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিলাম,
– বাবা, আমাকে বেশ ভালো করে আশির্বাদ করবেন যাতে…
কথাটা শেষ করতে দিলেন না। মাথায় হাত দুটো বুলিয়ে দিতে দিতে সেদিন হাসিমাখা মুখে সদা আনন্দময় সাধুবাবা প্রসঙ্গটি বলেছিলেন,
– বেটা, মিঠাই তুমে যিধার সে মিলেগা উধার হি মিঠা লগে গা। প্রণাম কা পরিণাম আশির্বাদই হোতা হ্যায়।