Astro Tips

তুলসীপাতা কি সত্যিই চিবোতে নেই – শিবশংকর ভারতী

চলে আসা কথা, তুলসীপাতা চিবিয়ে কিংবা দাঁতে কেটে খেতে নেই। পুরাণের মতে তুলসীকে দেবীজ্ঞান করা হয়।

Published by
Sibsankar Bharati

চলে আসা কথা, তুলসীপাতা চিবিয়ে কিংবা দাঁতে কেটে খেতে নেই। পুরাণের মতে তুলসীকে দেবীজ্ঞান করা হয়। নারায়ণশিলায় এবং নারায়ণের চরণে তাঁর অধিষ্ঠান। এই শ্রদ্ধায় চিবিয়ে বা দাঁতে কেটে খেতে নেই।

সারাজীবন যখনই তুলসীপাতা পেয়েছি তখনই তা চিবিয়ে খেয়েছি। কয়েকদিন আগে সোদপুরে কাঠিয়াবাবার আশ্রমে তুলসীপ্রসাদ দেওয়া হয়েছিল। পাওয়া মাত্র চিবিয়ে খেয়েছি। যেমন কহাবত আছে, ‘সাধুকা পরসাদ আপনি সাঁটো, ভগবান কা পরসাদ সব সে বাঁটো।’ বলে রাখি, নারায়ণ আজ পর্যন্ত আমার কোনও ক্ষতি করছেন বলে গোপনে লাগানো সিসি ক্যামেরায় ছবি ধরা পড়েনি এখনও।

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts