Astro Tips

বাড়িতে সাপ খোলস ছাড়লে বা সাপের খোলস পেলে কি করবেন

অনেক প্রাণির প্রতি মানুষের একটা সহানুভূতি কাজ করলেও সাপের ক্ষেত্রে তা একেবারেই কাজ করেনা। সাপের খোলস ছাড়া ভালো না খারাপ।

Published by
Sibsankar Bharati

সাপ শব্দটার মধ্যে একটা অদ্ভুত আতঙ্ক আছে। অনেক প্রাণির প্রতি মানুষের একটা সহানুভূতি কাজ করলেও সাপের ক্ষেত্রে তা একেবারেই কাজ করেনা।

বরং সাপ থেকে আছে ভয়। আর তাই সাপ দেখলে তাকে মেরে ফেলার কথাই প্রথম মনে আসে সাধারণ মানুষের।

অবশ্য বাস্তু সাপ হলে তাকে নিয়ে এসব ভাবা হয়না। এই আপাত ভয়ংকর জীবটির ছেড়ে যাওয়া খোলস কিন্তু গৃহস্থের জন্য শুভ কিছুই বয়ে আনে।

এখানে যে বিষয়টির কথা উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজটির কথা বলছি তাতে বড় ধরনের কোনও আর্থিক খরচের মধ্যে বা আদৌ কোনও ব্যয় চিন্তায় পড়তে হবে বলে মনে হয় না।

বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় মানুষের কল্যাণে সাধুদের দেওয়া উপদেশের ভিত্তিতে এই কথাগুলি বলা।

সাপের ছেড়ে যাওয়া খোলস গৃহীদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক। খোলসের সামান্য একটু অংশ ক্যাশবাক্সে রাখলে বা রুপোর মাদুলিতে ভরে গলায় কিংবা বাহুতে ধারণ অথবা আলমারিতে রাখলে বিপদমুক্তি ও অর্থাগম অব্যাহত থাকে। আর এ বঙ্গভূমিতে সাপের কমতি নেই। ফলে তার খোলস মেলাও দুষ্কর নয়। — তথ্য – শিবশংকর ভারতী

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts