প্রতীকী ছবি
আধুনিক জীবন হাজারো সমস্যায় ভরা। অধিকাংশ মানুষের বহমান জীবনধারা চলেছে অনিশ্চিতের পথে। তাই দেখতে চায় আলো, জানতে চায় সামতে তার জন্য কী জীবন অপেক্ষা করছে।
মানুষ প্রতিদিনের সমস্যা থেকে মুক্তি পেতে আঁকড়ে ধরে শর্টকাট পদ্ধতি দ্রুত কিছু পাওয়ার আশায়। ফলত মিথ্যা আশ্বাসই হয় এদের জীবনে চলার পথের পরম পাথেয়।
মানুষের সাংসারিক ও পারমার্থিক কল্যাণের জন্য বিভিন্ন তন্ত্র গ্রন্থে নানান ধরনের প্রতিকার করা হয়েছে দ্রুত ও সহজে মুক্তি পেতে। এর জন্য জপ-তপ কিংবা কোনও সাধনার প্রয়োজন হয় না। নিয়ম মেনে ঠিক ঠিক প্রয়োগ করলে সুন্দর ফল পাওয়া যায় নিশ্চিতভাবে।
এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরনের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।
বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় মানুষের কল্যাণে সাধুদের দেওয়া উপদেশের ভিত্তিতে এই কথাগুলি বলা।
যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
জ্যেষ্ঠা নক্ষত্র চলাকালীন কালো জামগাছের শিকড় স্নানের পর রুপোর মাদুলিতে গলা কিংবা বাহুতে ধারণ করলে সম্মান বৃদ্ধি হয়। — তথ্য – শিবশংকর ভারতী