Astro Tips

দেহকে রোগপীড়া মুক্ত করার ঘরোয়া টোটকা

খুব সহজ কাজটি ঘরোয়া উপায়ে দৈবিক ক্রিয়ায় দেহকে রোগপীড়া মুক্ত করে।

Published by
Sibsankar Bharati

এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।

যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।

ভোরবেলায়, সূর্যোদয়ের পূর্বে কোনও চৌমাথায় দক্ষিণ দিকে মুখ করে ছোট গুড়ের টুকরো দাঁত দিয়ে কেটে সেখানেই মুখের গুড় এবং হাতের গুড় ফেলে দিয়ে এলে দেহ রোগপীড়া মুক্ত হয়। শনি অথবা মঙ্গলবারে করতে হবে। নারী কিংবা পুরুষ যে কেউ করতে পারে। — তথ্য — শিবশংকর ভারতী

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts