Astro Tips

গায়ে হলুদের কাপড় সাবধানে রাখা সংস্কার না কুসংস্কার

গায়ে হলুদের কাপড় কাটলে আশঙ্কার কি কোনও কারণ আছে, কি বলছে তন্ত্রশাস্ত্র।

Published by
Sibsankar Bharati

গায়ে হলুদের কাপড় খুব সাবধানে রাখতে হয়। তা না রাখলে ঈর্ষাকাতর মানুষ কাপড় কেটে নিয়ে তুকতাক করতে পারে, একথা চলে আসছে বহুকাল ধরে।

গায়ে হলুদের কাপড় কিংবা ছাউনি নাড়া ফুল দিয়ে তান্ত্রিক ক্রিয়াদির মাধ্যমে দম্পতির সাংসারিক জীবনে শান্তি নষ্ট করা যায় নিশ্চিতভাবে। তবে এটা করা সম্ভব হয় আভিচারিক ক্রিয়াদিতে অত্যন্ত শক্তিসম্পন্ন উচ্চমার্গের তান্ত্রিক মাধ্যমে।

এ ব্যাপারে আমার বক্তব্য, সারা পশ্চিমবঙ্গে একটা উচ্চমার্গের তান্ত্রিক আছে বলে আমি মনে করি না। বর্তমানে যারা গণমাধ্যমে নামের পাশে তান্ত্রিক শব্দটা ব্যবহার করেন, স্বঘোষিত এই তান্ত্রিকদের চেয়ে বড় প্রতারক গোটা বাংলায় আর কেউ আছে বলে আমার জানা নেই। সুতরাং কেউ গায়ে হলুদের কাপড় কাটলে আশঙ্কার কোনও কারণ নেই। কোনও দম্পতির দাম্পত্যজীবন অসুখী হওয়ার যোগ ভাগ্যে থাকলে তা হবে। লম্পট মদ্যপ নির্ভুল আধুনিক বাংলা বানান লিখতে পারে না এমন তথাকথিত তান্ত্রিকদের মাধ্যমে নয়। — তথ্য — শিবশংকর ভারতী

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts