Astro Tips

কুমারীরা তুলসীগাছে জল দিলে কি হয়, জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা

কুমারীরা তুলসীগাছে জল দিলে কি হয়, কি বলছে জ্যোতিষশাস্ত্র।

Published by
Sibsankar Bharati

প্রচলিত কথা, কুমারী মেয়েদের তুলসীগাছে জল দিতে নেই, দিলে অকাল বৈধব্য ঘটে। ঘরে স্থাপিত নারায়ণ শিলায় মেয়েদের তুলসী দিতে নেই। একথার যৌক্তিকতা খুঁজে পাই না।

কপালে অকাল বৈধব্য দোষ থাকলে বিবাহের পরবর্তীকালে স্বামী অকালে মরবে, তুলসীগাছে জল দিলে মরবে, না দিলেও মরবে। যাদের স্বামী অকালে মরেছে, তাদের কাছে খোঁজ নিয়ে দেখেছি, কেউই জল দেওয়া তো দূরের কথা, তুলসীগাছের ধারে যায়নি।

আমাদের বাড়িতে প্রাচীন নারায়ণ শিলা আছে একটা। আমার বউ নিয়মিত বোঁটা সমেত তুলসী দিয়ে থাকে। সাংসারিক জীবনে নারায়ণের করুণায় মঙ্গল ছাড়া আজও অমঙ্গল কিছু হয়নি। — তথ্য — শিবশংকর ভারতী

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts