এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।
যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার সময় কোনও পাখি পায়ে মলত্যাগ করলে জানবেন সামনের দিনগুলো ভাল আসছে। আর্থিক কষ্ট থাকলে তা ধীরে ধীরে কেটে যাবে। গায়ে কাক মলত্যাগ করলে স্বাস্থ্য ভোগাবে। এমনটা হলে বাড়ি এসে স্নান করে মাথায় গঙ্গাজল দিলে এ দোষের উপশম হয়। — তথ্য – শিবশংকর ভারতী