অর্থ, প্রতীকী ছবি
এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।
যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় মানুষের কল্যাণে সাধুদের দেওয়া উপদেশের ভিত্তিতে এই কথাগুলি বলা।
জোয়ার চলাকালীন সেই জল এনে দোকান বা বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যায় ছিটিয়ে দিলে উন্নতিতে বাধা কাটে, ব্যবসায় উন্নতি হয়।
এর সাথে আরেকটি কাজও করতে পারেন। পরপর পাঁচটা মঙ্গলবার আড়াইশো গ্রাম বাতাসা কোনও স্রোতবতী নদী কিংবা খালে ভাসিয়ে দিতে হবে। এই কাজটা করলে দোকান বা ব্যবসা ভালো চলে। — তথ্য – শিবশংকর ভারতী