Astro Tips

শুধুমাত্র পাতিলেবু ব্যবহার করে শনিবারে কার্যসিদ্ধির উপায়

কার্যসিদ্ধির উদ্দেশে এই কাজটি শুধু শনিবারে করণীয়। শুধুমাত্র পাতিলেবু ব্যবহার করে কার্যসিদ্ধির উপায়।

Published by
Sibsankar Bharati

এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।

যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।

কার্যসিদ্ধির উদ্দেশে এই কাজটি শুধু শনিবারে করণীয়। যখন বাড়ি থেকে বেরবেন তার আগে একটা পাতিলেবুকে দু টুকরো করে নিন। এবার বাড়ি থেকে বেরনোর পর প্রথম যে মোড়টি পড়বে, সেখানে সামনের দিকে একটা টুকরো আর একটা টুকরো পিছন দিকে না তাকিয়ে পিছনে ফেলে এগিয়ে যান। এতে সারাদিনের সমস্ত কাজে সাফল্য আসে। — তথ্য – শিবশংকর ভারতী

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts