নারী, প্রতীকী ছবি
এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।
যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় মানুষের কল্যাণে সাধুদের দেওয়া উপদেশের ভিত্তিতে এই কথাগুলি বলা।
কোনও শুভ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েই কোনও সুন্দরা বিবাহিত রমণীর মুখ দেখলে সেই যাত্রা শুভ হয়। কোনও শুভ কাজে যাত্রাকালে বারবনিতা এবং নপুংসকের মুখদর্শন করলে যাত্রার উদ্দেশ্য সফলতা আনে। — তথ্য – শিবশংকর ভারতী