World

করোনা সংক্রমণের শিকার বেলজিয়ামের রাজপুত্র

বেলজিয়ামের রাজ পরিবারেও এবার করোনার থাবা। বেলজিয়ামের রাজপুত্র করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন।

Published by
News Desk

ব্রাসেলস : গত ২৬ মে বেলজিয়ামের রাজপুত্র প্রিন্স জোয়াকিম গিয়েছিলেন স্পেনে। একটি ইন্টার্নশিপ করতে সেখানে যাওয়া। সেখানে যাওয়ার ২ দিন পর একটি লকডাউন পার্টিতে যোগ দেন তিনি। আর সেই পার্টিতে যোগদানের পর তাঁর সামান্য করোনা উপসর্গ দেখা দেয়। তাঁর নমুনা পরীক্ষা হয়। সেখানে তাঁকে করোনা পজিটিভ হিসাবে পাওয়া যায়। তারপরই ওই পার্টিতে থাকা বাকিদের দ্রুত কোয়ারেন্টিনে পাঠানো হয়।

স্পেনে লকডাউনে ১৫ জনের বেশি মানুষ এক জায়গায় জড়ো হয়ে এমন পার্টি করতে পারেন না। এটাই নির্দেশিকা। কিন্তু সেই নির্দেশিকা অমান্য করেই এমন একটি পার্টির আয়োজন কেন করা হল তা নিয়ে তদন্ত শুরু করেছে স্পেনের করডোবা শহরের পুলিশ। ওই শহরেই ছিলেন প্রিন্স জোয়াকিম। যে পার্টিতে তিনি গিয়েছিলেন সেখানে ২৭ জন যোগ দেন বলে জানিয়েছে পুলিশ।

লকডাউন নিয়ম ভেঙে এভাবে পার্টি করার কড়া সমালোচনা করেছেন স্পেন সরকারের এক সদস্য রাফায়েলা ভ্যালেনজুয়েলা। তিনি বলেন, যখন স্পেনে মৃত্যু মিছিলে গোটা দেশ শোকাহত সেখানে এমন পার্টির আয়োজন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এদিকে পুলিশ জানিয়েছে ওই পার্টি করার জন্য যে বা যাঁরা দোষী সাব্যস্ত হবেন তাঁদের ১১ হাজার ১০০ ডলার জরিমানার মুখে পড়তে হবে। এদিকে স্পেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে ২৮ বছরের প্রিন্স জোয়াকিমের সঙ্গে স্পেনের এক তরুণীর ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts