প্রতীকী ছবি
স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা। ভোরবেলা। সেসময়ে বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলসের রাস্তায় পাহারা দিচ্ছিলেন কয়েকজন পুলিশকর্মী। বেলজিয়ামের আভ্যন্তরীণ মন্ত্রী জাঁ জ্যাবন ট্যুইট করে জানান, সেসময়ে আচমকাই এক পুলিশকর্মীকে ছুরি মারে এক যুবক। সহকর্মীকে ছুরিকাহত হতে দেখে পাল্টা ওই যুবককে লক্ষ্য করে গুলি করেন পাশে দাঁড়ানো আর এক পুলিশকর্মী।
ওই যুবকের গায়ে গুলি লাগলেও তা ভয়ংকর কিছু নয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনার পিছনে কোনও জঙ্গি কার্যকলাপের তত্ত্ব খারিজ করে দিয়েছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)