World

বিশাল প্রান্তর জুড়ে লুকিয়ে ছিল ১২ হাজার বিয়ার বোতল, খুঁজে পেলে সেটা তার

একটি বিশাল সবুজ প্রান্তর জুড়ে অপরূপ প্রকৃতি। সেই প্রান্তরেরই নানা জায়গায় লুকিয়ে রয়েছে বিয়ারের সব বোতল। যা খুঁজে পেতে ১ হাজার মানুষ হুড়োহুড়ি লাগিয়ে দিলেন।

Published by
News Desk

এক সবুজ প্রকৃতি সেখানে বিরাজ করছে। ছোট ছোট পাহাড়। তার কোলে জঙ্গল। তার সামনে বিশাল প্রান্তর। সেই উৎরাই চড়াই প্রান্তরে এখানে সেখানে গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রান্তরটা দেখে মনে হয় যেন তার ওপর কেউ সবুজ ঘাসের গালিচা পেতে দিয়েছে।

এই সবুজ প্রান্তরেই নানান সাজে সেজে কচিকাঁচা থেকে বড়রা ভিড় জমিয়েছিলেন। ইস্টার উপলক্ষে উৎসব পালন ছিল উদ্দেশ্য। তবে উৎসব পালনটা বেশ মজার।

এখানে ১২ হাজার বিয়ারের বোতল ছিল। কিন্তু সেগুলো কেউ দেখতে পাচ্ছিলেন না। সেগুলো ওই বিশাল প্রান্তর জুড়ে নানা জায়গায় লুকোনো ছিল। ওখানে যাঁরা সেই বিয়ার বোতল খুঁজে নিতে হাজির হয়েছিলেন তাঁদের সংখ্যা ছিল ১ হাজার।

এবার যখন খেলা শুরু হবে তখন নিয়ম ছিল সকলকে বিয়ারের বোতল খুঁজে নিতে হবে ওই প্রান্তর থেকে। ফলে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। সকলেরই চেষ্টা ছিল কে সবচেয়ে বেশি বোতল খুঁজে পান।

অনেককেই দেখা যায় জামার মধ্যে করে অনেকগুলি বিয়ার বোতল সংগ্রহ করেছেন। তবে তা সহজ কাজ ছিলনা। লুকোনো বিয়ারের বোতল খুঁজে পাওয়াটাই ছিল আসল চ্যালেঞ্জ।

একটি বিয়ার প্রস্তুতকারক সংস্থা বেলজিয়ামে এই উৎসবের আয়োজন করে আসছে ৫ বছর ধরে। শুরু থেকেই তাদের এই লুকোনো বিয়ারের বোতল খোঁজার ভাবনা মানুষকে আকৃষ্ট করেছিল।

তবে বড়রা তো বিয়ার পেলেন। ছোটরাই বা বাদ যায় কেন! তাই ছোটদের জন্য একইভাবে চকোলেটের ডিম খোঁজার খেলার আয়োজন হয়েছিল।

Share
Published by
News Desk
Tags: Belgium