Categories: World

প্রেসিডেন্টের ‘নির্দেশ’! নগ্ন বেলারুশের কর্মচারিকুল!

Published by
News Desk

দেশের রাষ্ট্রপতি বলেছেন নগ্ন হয়ে কাজ করুন! সেকথা কী ফেললে চলে! রাষ্ট্রপতির নির্দেশ বলে কথা! তাই বেলারুশে হঠাৎই সরকারি থেকে বেসরকারি অফিসের সব কর্মচারি নগ্ন হয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েন। আর সেই ছবি ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়তেই হাসাহাসি, বিতর্ক তুঙ্গে উঠেছে।

বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্দ্রা লুকাশেনকো একটি অনুষ্ঠানে দেশের প্রযুক্তিগত উন্নতি নিয়ে বক্তব্য রাখছিলেন। সেখানেই তিনি প্রযুক্তিগত উন্নতির কথা বলতে গিয়ে সকলের নগ্ন হয়ে কাজ করা উচিত বলে ফেলেন। যার অর্থ একেবারেই জামাকাপড় ছেড়ে নগ্ন হওয়া ছিলনা। কিন্তু বেলারুশের কর্মচারিরা রাষ্ট্রপতির ওই বক্তব্যের মানে করেন উল্টো। আর তারপরই গোটা দেশের সব অফিসে গায়ে এক টুকরো সুতো ছাড়া কাজ শুরু করেন নারী-পুরুষ সকলেই। যা নিয়ে বিশ্বজুড়ে হাসির রোল পড়েছে। আর বেলারুশে চরমে উঠেছে বিতর্ক।

Share
Published by
News Desk