World

ইউক্রেনের পর রাশিয়ার লক্ষ্য কোন দেশ, ফাঁস করে ফেললেন বেলারুশের প্রেসিডেন্ট

ইউক্রেন দখল করতে পারলে রাশিয়া কি অন্য দেশের দিকেও নজর দেবে? অজান্তেই উত্তরটা কিন্তু প্রায় পরিস্কার করে ফেললেন বেলারুশের প্রেসিডেন্ট।

Published by
News Desk

রাশিয়ার বন্ধু দেশ বেলারুশ। এমনকি ইউক্রেন হানায় রাশিয়া বেলারুশের দিক থেকেও আক্রমণ হেনেছে। এমনকি বেলারুশও প্রয়োজনে ইউক্রেনে হানা দিতে পারে বলে শোনা যাচ্ছিল।

পুতিনের কাছের লোক বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশের সুরক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিলেন। সেখানে তাঁর পাশে একটি ম্যাপ ছিল। সেখানেই রাশিয়া কীভাবে ইউক্রেনে হানা দিয়ে বিভিন্ন শহর দখলের কথা ভাবছে তা দেখাচ্ছিলেন তিনি।

রাশিয়ার পুরো যুদ্ধ পরিকল্পনা ব্যাখ্যা করছিলেন বেলারুশ প্রেসিডেন্ট। সেখানেই পয়েন্ট করে দেখানো হচ্ছিল রাশিয়া কোথায় কোথায় আঘাত হানতে প্রস্তুত।

ম্যাপে এক জায়গায় এটাও দেখানো হয় যে রাশিয়া ইউক্রেনের প্রতিবেশি দেশ মলডোভাতে পরবর্তী আক্রমণ হানার পরিকল্পনা করেছে।

মলডোভার সমুদ্র শহর ওডেসায় আক্রমণ হানার কথা রাশিয়া বিবেচনা করছে। এমন একটি তথ্য না বুঝেই সুরক্ষা আধিকারিকদের সঙ্গে ভাগ করে ফেলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। যা কার্যত তাঁকে বেকায়দায় ফেলে দিয়েছে।

এগুলো সাধারণত গোপন তথ্য হিসাবেই থাকে। রাশিয়ার ইউক্রেন হানা নিয়েই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই অবস্থায় রাশিয়া ইউক্রেনের পর আরও দেশে সেনা পাঠাতে চলেছে এই খবর অবশ্যই যথেষ্ট সংবেদনশীল।

ইতিমধ্যেই ইউক্রেনে প্রবল আক্রমণ শুরু করছে রাশিয়ার সেনা। আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। বহু সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। শহরগুলি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts