Sports

অনেক হয়েছে, এবার নাম ফাঁস করুন শোয়েব, দাবি পাক ক্রিকেটারের

Published by
News Desk

পাকিস্তান ক্রিকেট দলে সুযোগ পাওয়া দ্বিতীয় হিন্দু সদস্যের নাম দানিশ কানেরিয়া। বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে দানিশকে একসময় সারা জীবনের জন্য নির্বাসিত করা হয়। কিন্তু তার আগে পাকিস্তানের অনেক স্বপ্নের জয়ের নায়ক ছিলেন দানিশ। এখনও পর্যন্ত পাকিস্তানের চতুর্থ সফল বোলারও তিনি। সেই দানিশ যখন খেলছেন তখন তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছিলেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। এমনই দাবি করে রীতিমত চমক দেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা পেস বোলারদের একজন শোয়েব আখতার।

শোয়েব আখতার কানেরিয়ার পাশে দাঁড়িয়ে পাক ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার পর পাকিস্তান ক্রিকেটে ঝড় ওঠে। ইমজামাম-উল-হক পর্যন্ত দাবি করেন কানেরিয়ার সঙ্গে এমন কিছু হয়নি। কিন্তু শোয়েব মুখ খোলার পর হয়তো সাহস পান স্বয়ং কানেরিয়া। তিনি খোলাখুলি জানান কারা তাঁর সঙ্গে এমন করতেন তাঁদের নাম তিনি সামনে আনবেন।

এবার এই কানেরিয়া বিতর্কে শোয়েব আখতারকে টার্গেট করলেন পাকিস্তানের ক্রিকেটার বাসিত আলি। বাসিত বলেন অনেক হয়েছে, এবার শোয়েব বরং ওই খেলোয়াড়দের নাম সামনে আনুন। কারণ শোয়েব আখতারের জনপ্রিয়তার নতুন করে দরকার নেই। তিনি এমনিই যথেষ্ট জনপ্রিয়। তাই তিনি এবার নামগুলো বলেই ফেলুন। বাসিতের দাবি, তিনি যখন পাক ক্রিকেট দলে খেলেছেন সেই সময়কালে তিনি এমন কিছু ঘটতে দেখেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts