Categories: World

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ওবামা

Published by
News Desk

সন্ত্রাসবাদী সংগঠন আইএসকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করবে তারাও নিরাপদে থাকতে পারবে না বলে জানিয়েছেন ওবামা। অরলান্ডো হামলার পর এদিন নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন ওবামা। বৈঠকের শেষে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান তিনি। এদিকে অরলান্ডো নাইট ক্লাবের বন্দুকবাজ ওমর মতিন সম্বন্ধে আরও বেশ কিছু নয়া তথ্য হাতে পেয়েছ আমেরিকা। ২০১১ সালে মামুলি একটি মামলায় জেলবন্দি হয় মতিন। ২ বছর গারদের পিছনে কাটানোর পর বাইরে এসে সে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে মনে করছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Barack Obama

Recent Posts