Categories: World

সন্ত্রাসবাদ দমনে বিশেষ অভিযানের নির্দেশ

Published by
News Desk

শুক্রবার থেকেই বাংলাদেশের কোণায় কোণায় সন্ত্রাসবাদ দমনে বিশেষ অপারেশন শুরুর জন্য পুলিশকে নির্দেশ দিল বাংলাদেশ সরকার। নির্দেশ মেনে শুক্রবার থেকেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশে পরপর সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষ ভাবনায় বিশ্বাসী মানুষজনকে খুনের ঘটনার বাড়বাড়ন্তে কপালে ভাঁজ পড়েছে হাসিনা সরকারের। এ সপ্তাহেই বাংলাদেশ পুলিশের সঙ্গে গুলি যুদ্ধে মৃত্যু হয়েছে ৪ সন্ত্রাসবাদীর। কিন্তু তাতে খুনের ঘটনা কমেনি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এভাবে গুপ্ত হত্যা এখন নিত্যদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। ইদানিংকালে বাংলাদেশ জুড়ে সক্রিয় হয়েছে আল কায়দা বা আইএসের মত সন্ত্রাসবাদী সংগঠনগুলি। তাই এদের আর বাড়তে দিতে নারাজ বাংলাদেশ সরকার।

Share
Published by
News Desk