Categories: World

ডেরায় ঢুকে ৯ জঙ্গিকে খতম করল পুলিশ

Published by
News Desk

মঙ্গলবার ভোর ৫টা। বাংলাদেশের রাজধানী ঢাকার কল্যাণপুরের অধিকাংশ মানুষই তখন ঘুমে আচ্ছন্ন। এমন সময় আচমকা সেখানে হাজির হয়ে একটি বাড়ি ঘিরে ফেলে প্রায় হাজার খানেক পুলিশ। ভিতরে লুকিয়ে থাকা লোকজন ততক্ষণে টের পেয়েছে পুলিশের আগমনবার্তা। হঠাৎই বাড়ির ভিতর থেকে গুলি ছুটে আসে পুলিশের দিকে। পাল্টা গুলি চালায় পুলিশ। প্রায় একঘণ্টার অপারেশন। তারপর সব ঠান্ডা। ততক্ষণে পুলিশ হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে বাড়িতে। পুলিশের গুলিতে মৃত্যু হয় ৯ জঙ্গির। ঢাকা পুলিশ জানিয়েছে এরা সকলেই জামাত উল মুজাহিদিন বা জেএমবি-র সদস্য। গুলশন হামলার পর ফের তারা একটা বড়সড় হামলার ছক কষছিল এখানে বসে।

Share
Published by
News Desk