World

বিমানে নগ্ন হয়ে পর্ন দেখার অভিযোগ, বিমানসেবিকাকে জড়িয়ে ধরার চেষ্টা, মাঝ আকাশে হুলুস্থুলু

Published by
News Desk

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বিমান ছেড়েছিল সঠিক সময়ে। গন্তব্য বাংলাদেশ। মালিন্দো এয়ার সংস্থার বিমান আকাশে ওড়ার পর সব যাত্রী যে যাঁর মত সময় কাটাচ্ছিলেন। এরমধ্যেই এক বছর ২০-র যুবক নিজের ল্যাপটপ খুলে পর্ন দেখা শুরু করে বলে অভিযোগ। মালয়েশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ওই যুবক পর্ন দেখতে দেখতে নিজের সব জামাকাপড় খুলে ফেলে। সম্পূর্ণ নগ্ন অবস্থায় বিমানের সিটে বসে পর্ন দেখতে থাকে সে। হস্তমৈথুনও করে। অন্য যাত্রীরা যে তাকে দেখছেন, তাতে তার কোনও ভ্রুক্ষেপ ছিলনা। এই অবস্থায় এক বিমানকর্মী এসে তাকে তার জামাকাপড় পড়ে নেওয়ার অনুরোধ করেন। সেই অনুরোধ মেনে জামাকাপড় পড়েও নেয় ওই যুবক। এরপর টয়লেটের দিকে যাওয়ার সময় আচমকাই সে এক বিমানসেবিকাকে জড়িয়ে ধরতে যায় বলে অভিযোগ। এই অবস্থায় নিজেকে ওই যুবকের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন ওই বিমানসেবিকা। আর তাতেই রেগে গিয়ে তাঁকে ওই যুবক মারধর শুরু করে বলে অভিযোগ।

চেঁচামেচিতে সেখানে বিমানকর্মী ও কয়েকজন যাত্রী হাজির হন। তাঁরাই ওই যুবককে ধরে ফেলেন। তারপর তার সিটে এনে হাত বেঁধে তাকে বসিয়ে রাখা হয়। ঢাকা পর্যন্ত উড়ানে আর কোনও সময় তার বাঁধন খোলা হয়নি। ঢাকায় নামার পর মালিন্দো এয়ারের তরফে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই যুবককে বিমানবন্দরের সুরক্ষাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। তাকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। কিন্তু কেন সে এমন আজব কাণ্ড ঘটাল তা এখনও পরিস্কার নয়।

Share
Published by
News Desk