World

জঙ্গি ডেরায় ব়্যাব-এর হানা, মৃত ৭

Published by
News Desk

বাংলাদেশের রাজধানী ঢাকার মীরপুর। এখানেই একটি ৫ তলা বাড়িতে লুকিয়ে আছে জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ-এর কুখ্যাত সন্ত্রাসবাদী আবদুল্লা। মঙ্গলবার গোপন সূত্রে এই খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে বাংলাদেশের বিশেষ বাহিনী ব়্যাব। বারবার আবদুল্লাকে আত্মসমর্পণ করতেও বলা হয়। প্রায় ২৪ ঘণ্টার ওপর বাড়ি ঘিরে রাখে ব়্যাব। এরপর বুধবার আচমকাই বাড়ির একটি ঘরে বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ওই ঘর থেকে ৭টি দেহ উদ্ধার হয়েছে। সবকটি দেহ এতটাই পুড়ে গেছে যে কাউকে চেনাই মুশকিল। মৃতদের মধ্যে ২ শিশু ও মহিলাও রয়েছে। বাংলাদেশ পুলিশের দাবি, গত কয়েক বছরে বাংলাদেশে একাধিক বড় ধরণের সন্ত্রাসবাদী হানায় যুক্ত ছিল আবদুল্লা।

Share
Published by
News Desk