World

উত্তাল বাংলাদেশ, ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা, ভাঙা হল মুজিবরের মূর্তি

মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল তাঁকে। সেই সময়ের মধ্যেই ইস্তফা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাড়লেন দেশও। উত্তাল বাংলাদেশের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড়।

সংরক্ষণ আন্দোলন ক্রমে উত্তাপ বাড়িয়েই চলেছিল। আন্দোলন জমাট বাঁধছিল। শতাধিক আন্দোলনকারীর প্রাণ গিয়েছে। জ্বলেছে দোকানপাট, শপিং মল, গাড়ি, বাড়ি। আন্দোলনকারীরা বর্তমানে একটিই দাবিতে অনড় ছিলেন। শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ।

উত্তাল বাংলাদেশে সেনার তরফ থেকে সোমবার শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়। সেই বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পদত্যাগ করেন হাসিনা।

প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর সেনার একটি হেলিকপ্টারেই তিনি দেশ ছাড়েন। দেশ ছেড়ে তিনি একটি সুরক্ষিত জায়গায় পৌঁছেছেন বলেই খবর।

এমন খবর সামনে আসছে যে তিনি সোমবার দুপুরে ত্রিপুরার আগরতলায় পৌঁছন। কিন্তু এর কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। ফলে নিশ্চিত করে বলা মুশকিল।

পদত্যাগের আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন। কিন্তু সে সুযোগ তিনি পাননি। কার্যত তাঁর বাসভবন গণভবন থেকে পালিয়ে যান শেখ হাসিনা। হাসিনা গণভবন ত্যাগের কিছু পরেই সেখানে বহু আন্দোলনকারী ঢুকে পড়েন।

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান আপাতত সেনার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছেন। বাংলাদেশের বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

এদিকে উত্তাল জনতা এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি ভাঙা শুরু করে। সেনা প্রধানের তরফ থেকে সকলকে শান্ত হওয়ার অনুরোধ করা হয়। পুলিশ ও সেনাকে তিনি গুলি চালাতে মানা করেছেন বলেও জানিয়েছেন সেনাপ্রধান।

প্রসঙ্গত ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযুদ্ধে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের পরিবারের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে।

তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর

সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…

November 26, 2025

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025