World

গাছ থেকে ভেসে আসছে নারী কণ্ঠ, অদ্ভুতুড়ে কাণ্ডে ছড়াল চাঞ্চল্য

এমন গাছের কথা কেউ কখনও শুনেছেন কি? গাছ কথা বলছে। তাও নারী কণ্ঠে। সেকথা শুনতে ভিড় জমছিল। অবশেষে গাছটিকে কেটেও ফেলা হল।

Published by
News Desk

আর পাঁচটা গাছের মতই এটা একটা গাছ। দূর থেকে দেখলে সেটাই নজরে পড়ে। কিন্তু কাছে গেলে নাকি তার অন্য রূপ। সে গাছ থেকে ভেসে আসে নারী কণ্ঠের আওয়াজ। অনেকটা গোঙানির মত।

গাছের গায়ে কান পাতলে এমন একটা শব্দ শোনা যায় যা হুবহু নারী কণ্ঠ। কিন্তু কি বলছে তা বোঝা যায়না। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল বাংলাদেশের গোপালগঞ্জে।

স্থানীয় মানুষের একাংশের এই দাবি ঘিরে তৈরি হওয়া চর্চা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে। দেশের নানা প্রান্ত থেকে গাছের এই কথা বলা শুনতে মানুষের ভিড় জমতে থাকে। অনেকেই গাছের গুঁড়িতে কান পেতে শব্দ শোনার চেষ্টা করেন। হিড়িক পড়ে যায় গাছের কথা বলা শোনার।

কেন এমনটা হচ্ছে? ওই মেহগনি গাছে কি তবে ভৌতিক কিছু ঘটছে? অনেকে তেমন মনে করতে থাকেন। যদিও এটা হতেই পারেনা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গাছে কোনও ফাটল ধরা বা ফাঁপা কোনও অংশ হলে সেখানে একটা আওয়াজ তৈরি হতে পারে, তবে তা কখনওই নারী কণ্ঠ বা কথা বলা নয়।

এটা একটা শব্দ মাত্র। তাছাড়া এমনও হতে পারে যে এটা মানুষের মনের ভুল। সবাই বলছেন শুনে তাঁরও মনে হচ্ছে তিনি শব্দ শুনতে পাচ্ছেন। তবে ওই গাছটি ঘিরে উন্মাদনার পারদ চড়তে থাকায় অবশেষে সেটিকে কেটে দিয়েছে স্থানীয় প্রশাসন।

Share
Published by
News Desk
Tags: Bangladesh

Recent Posts