World

কালো মেঘে ঢাকা আকাশ কেড়ে নিল ৬১৭ মেট্রিক টন মাছের প্রাণ

এমন কাণ্ড এর আগে তেমন একটা শোনা যায়নি। কালো মেঘে আকাশ ঢাকা পড়ার জেরে ৬১৭ মেট্রিক টন মাছের প্রাণ গেল একদিনে।

ঢাকা : বেশ কিছুদিন ধরে টানা গরমের পর আকাশ ছেয়ে গিয়েছিল কালো মেঘের পুরু আস্তরণে। আকাশ মেঘে ঢাকলেও বৃষ্টি নামেনি। বরং একটা ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিলেন মানুষজন। রীতিমত কষ্টকর একটা দমবন্ধ পরিস্থিতি। মানুষ তার কষ্ট বুঝলেও মাছের কথা আর কে ভাবে! কিন্তু ওই অস্বাভাবিক ভ্যাপসা গরমে ক্রমে পুকুর, খাল, বিল সর্বত্র কিলবিল করা মাছের দলের জন্য প্রয়োজনীয় অক্সিজেন কমতে থাকে। আর সেই অক্সিজেনের অভাব কেড়ে নিতে থাকে এক এক করে মাছের জীবন।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজশাহী জেলায়। রাজশাহী জেলার একটা বড় অংশ জুড়েই এমন এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় গত মঙ্গলবার। এমন দমবন্ধ পরিস্থিতি দেখা যায়না বলেই জানিয়েছেন সেখানকার মানুষজন। আর সেই দমবন্ধ পরিস্থিতি সেখানে একদিনে প্রাণ কেড়েছে ৬১৭ মেট্রিক টম মাছের। সংখ্যায় কত মাছ তা গোনা মুশকিল। কিন্তু রাজশাহী জুড়েই এই মাছের মড়ক প্রাথমিকভাবে আতঙ্কের সৃষ্টি করে।

মাছচাষ বাংলাদেশের এক অন্যতম অর্থনৈতিক ভরসা। বহু মানুষের জীবন, পরিবার চলে এই মাছচাষের ওপর ভরসা করে। কিন্তু সেই মাছের মড়ক তাঁদের আপাতত মাথায় হাতের কারণ হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে ক্ষতির অঙ্ক বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।

পুকুর থেকে তোলা হচ্ছে মরা মাছ, ছবি – আইএএনএস

অক্সিজেনের অভাবে মারা যাওয়া মাছের মধ্যে কিছু মাছ বিক্রেতারা বুধবার সকালেই বিক্রি করেছেন কম দামে। বাংলাদেশের মুদ্রায় ৫০ টাকায় বিক্রি করা হয়েছে ২ থেকে ৩ কেজি ওজনের রুই, কাতলা। যা সেখানে সাধারণত ৯০ টাকা দামে বিক্রি হয়।

বাজারে কিছু মরা মাছ নিয়ে বিক্রির চেষ্টা করেন মৎস্য চাষিরা। যা দাম পেয়েছেন তাতেই ছেড়ে দিয়েছেন মাছ। কিন্তু অধিকাংশ মাছ বিক্রি হয়নি। সেই বিপুল পরিমাণ মাছ মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়। আর্থিক ক্ষতির মুখে এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না অনেকেই। তবে কিছু পুকুরে বাড়তি অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য মেশিন থাকায় সেখানকার মাছ বেঁচে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025