World

বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ‘মোরা’, উত্তরপূর্ব ভারত জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা

Published by
News Desk

গত সোমবারই চূড়ান্ত সতর্কতা জারি করেছিল বাংলাদেশ প্রশাসন। কক্সবাজার ও চট্টগ্রামের নিচু উপকূলবর্তী এলাকা থেকে ৩ লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে আগেভাগেই নিয়ে গিয়েছিল প্রশাসন। যার আতঙ্কে এত আয়োজন সেই সাইক্লোন ‘মোরা’ মঙ্গলবার সকাল ৬টার সময় আছড়ে পড়ল বাংলাদেশ উপকূলে। কক্সবাজার ও চট্টগ্রামের মাঝামাঝি এলাকা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করে ‘মোরা’। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১১৭ কিলোমিটার। ঝড়ের দাপটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর মিলেছে। শতাধিক বাড়ি ঝড়ে উড়ে গেছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছ, বিদ্যুতের খুঁটি। উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে বাংলাদেশ প্রশাসন। সমুদ্র উত্তাল রয়েছে। বৃষ্টিও শুরু হয়েছে। প্রবল বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা করছে বাংলাদেশ প্রশাসন। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যদের তৈরি রাখা হয়েছে। এদিকে আবহবিদরা জানাচ্ছেন, এই সাইক্লোন ক্রমশ ভারতের উত্তরপূর্ব দিকে চলে যাবে। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় উত্তরপূর্ব ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা।

 

Share
Published by
News Desk