World

জাল করোনা টিকা বিক্রি, গ্রেফতার ২

Published by
News Desk

করোনা ভাইরাসের জেরে বিশ্ব জুড়ে চিন্তা বাড়ছে। মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। আবার এই সুযোগে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে কিছু অসাধু মানুষ। করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য টিকা আবিষ্কারের চেষ্টা হলেও তা বাজারে আসেনি। কিন্তু সেই টিকা তাদের কাছে আছে বলে মানুষকে ভুল বুঝিয়ে টাকা হাতানোর চেষ্টা শুরু হয়ে গেল।

করোনা ভাইরাসের জাল টিকা বিক্রি করতে গিয়ে এবার পুলিশের জালে ২ ব্যক্তি। তবে এরা লুকিয়ে বিক্রির চেষ্টা করেনি। পুলিশ জানাচ্ছে, বুধ ও বৃহস্পতিবার জুড়ে বাংলাদেশের ময়মনসিংহ জেলার কেন্দুয়া উপজেলায় রীতিমত মাইকে এই টিকা সম্বন্ধে প্রচার শুরু করে ২৭ বছরের নজরুল ইসলাম রুবেল। মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় যে ওই টিকা নিলে করোনার ভয় আর থাকবে না।

বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় টিকা বিক্রি। টিকা বিক্রি করতে শুরু করে নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়া ৩৫ বছরের রশিদুল ইসলাম। এই খবর পেয়ে পুলিশ ২ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে আয়ুর্বেদিক কিছু ওষুধও বাজেয়াপ্ত করা হয়। ধৃত ২ জনের ২ বছরের কারাবাসের নির্দেশ হয়েছে। বাংলাদেশে করোনা আক্রান্তের খোঁজ মিললেও সেখানে মৃত্যুর ঘটনা ঘটেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bangladesh

Recent Posts