World

বিলে উল্টে গেল বিয়েবাড়ির অতিথি বোঝাই নৌকা, মৃত ১০

Published by
News Desk

সবাই ছিলেন সেজেগুজে। বেশ খুশির হাওয়া ছিল। বিয়ে বাড়িতে যাচ্ছেন বলে কথা! সকলেই একে অপরের পরিচিত, পরিজন। ফলে নৌকায় বসে গল্প করতে করতে যাচ্ছিলেন বিয়ে বাড়িতে। কিন্তু সেই বিয়ে বাড়ি অবধি পৌঁছনো তাঁদের হল না। তার আগেই যে বিলের ওপর দিয়ে নৌকা ভেসে যাচ্ছিল সেখানে নৌকা গেল উল্টে। মৃত্যু হল ১০ জন যাত্রীর।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধেয় বাংলাদেশের সুনামগঞ্জের কাইল্যাকুটার হাওরের কড়মা বিলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন প্রবল ঝোড়ো হাওয়া বইছিল। সেই হাওয়ার দাপটেই টাল রাখতে পারেনি নৌকা। তা উল্টে যায়। নৌকায় তখন মহিলা ও শিশুরাও ছিল। রাতেই শুরু হয় উদ্ধারকাজ। প্রথমে ৮ জনের দেহ উদ্ধার করে আনা হয়। পরে আরও ২ জনের দেহ উদ্ধার হয় ওই বিল থেকে।

পেরুয়া গ্রামের উদ্দেশে চলা ওই নৌকায় মোট ৩১ জন যাত্রী ছিলেন। অন্যরা সাঁতরে পাড়ে ওঠেন। ঘটনার পরই ছোট ছোট নৌকা নিয়ে স্থানীয়রাই উদ্ধারে নেমে পড়েন। পরে ডুবুরি নামায় স্থানীয় প্রশাসন। কড়মা বিলে উদ্ধারকাজ চালাতে রাত থেকে ভোর হয়ে যায়। একের পর এক দেহ উদ্ধার হতে থাকে। আতঙ্কে পরিবারের লোকজন ভিড় জমান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bangladesh

Recent Posts