World

ঢাকার বহুতলে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ঝাঁপ

Published by
News Desk

ভরদুপুর বেলা। বাংলাদেশের ঢাকা শহরের অফিসগুলিতে তখন তুঙ্গে ব্যস্ততা। সে সময়ে ঢাকার এফআর টাওয়ারে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়াতে থাকে। ২২ তলা বাড়িটিতে অনেকগুলি অফিস রয়েছে। রয়েছে বিপণী। জামাকাপড়ের সংস্থার অফিস যেমন রয়েছে, তেমনই রয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস। বহু মানুষ সে সময় অফিসে কাজ করছিলেন। ঠিক কোন ফ্লোরে আগুন লাগে তা পরিস্কার নয়। তবে আগুনের কালো ধোঁয়ায় দ্রুত গোটা এলাকা ভরে যায়।

ঘিঞ্জি এলাকা। আগুন লাগার খবর পেয়েই বহু মানুষ ভিড় জমান সেখানে। হাজির হয় দমকলের ২১টি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। হেলিকপ্টারেও পরিস্থিতির ওপর নজরদারি শুরু হয়। এদিকে স্থানীয়দের দাবি, বেশ কয়েকজন আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে হাত নাড়ছিলেন। কয়েকজন ঝাঁপও দেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দমকলকর্মীরাও অনেক মানুষকে বাড়ি থেকে বার করে আনেন।

আগুন লাগার কারণ এখনও অজানা। তবে ঢাকার মত শহরে ব্যস্ত এলাকায় এই আগুন এদিন আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ওই বহুতলের আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দেয়। দমকলের তরফে বিশাল ল্যাডার দিয়ে আগুন নেভানোর কাজ করা হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bangladesh

Recent Posts