World

ঢাকার পুলিশ ক্যাম্পে মানববোমা বিস্ফোরণ, আহত ২

Published by
News Desk

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে জঙ্গি ধরপাকড় চলছে। যেখানে যেখানে জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে সেসব জায়গায় আচমকাই হানা দিচ্ছে বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। এদিন ঢাকা বিমানবন্দরের কাছে ব়্যাব-এর ক্যাম্পে তখন চলছিল স্নানের তোড়জোড়। পুলিশ জানিয়েছে, ঠিক তখনই সকলের অলক্ষ্যে সেখানে ঢুকে পড়ে এক ব্যক্তি। তারপর জওয়ানদের ভিড়ে মিশে গিয়ে আচমকা গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। লুটিয়ে পড়েন ব়্যাব-এর ২ কর্মী। গত বৃহস্পতিবারও এভাবেই গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে মৃত্যু হয় সন্দেহভাজন এক মহিলা সন্ত্রাসবাদীর।

 

Share
Published by
News Desk