World

মহিলা সাংবাদিককে কুকথা, গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেন

Published by
News Desk

গ্রেফতার হলেন বাংলাদেশের জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেন। সোমবার রাত ১০টা নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। জাতীয় ঐক্য ফ্রন্টের আর এক নেতা অসম আব্দুর রবের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। দেশের গোয়েন্দা বিভাগের তরফে এই গ্রেফতারির কথা প্রকাশ্যে জানানোও হয়েছে। রংপুরের একটি মানহানির মামলার প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে।

গত ১৬ অক্টোবর রাতে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো-তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে ব্যারিস্টার মইনুল হোসেন খারাপ শব্দ প্রয়োগ করেন। অভিযোগ, ওই সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন তিনি। তার পরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ জুড়ে একের পর এক মামলা দায়ের হতে থাকে তাঁর বিরুদ্ধে। ২টি মামলায় তিনি হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন। নারী বিদ্বেষী বক্তব্য পেশ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে সরব হন বাংলাদেশের মহিলা সাংবাদিকরাও।

Share
Published by
News Desk
Tags: Bangladesh

Recent Posts