Entertainment

ধূমপান নিয়ে আইনি নোটিসের কোপে আয়ুষ্মান খুরানার সিনেমা

Published by
News Desk

‘বধাই হো’ সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে হৈহৈ পড়েছে। অন্য ঘরানার এই সিনেমা প্রশংসাও কুড়চ্ছে দেদার। কিন্তু সেই সাফল্যের মাইলফলকে কোথাও যেন ছন্দপতন হল। এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের বিরুদ্ধে আইনি নোটিস জারি করেছে দিল্লি সরকার। সরকারের তরফে জানানো হয়েছে এই সিনেমায় যে ধূমপানের দৃশ্য রয়েছে তা বাদ দিতে হবে। কারণ এসব ধূমপানের দৃশ্য তামাকজাত দ্রব্যের প্রচার করছে।

দিল্লির স্বাস্থ্য দফতরের আধিকারিক এসকে অরোরা জানান, এই সিনেমায় বারবার ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে। ঘুরিয়ে তামাকজাত দ্রব্যের প্রচার করা হয়েছে। তাই অবিলম্বে এই দৃশ্য ছেঁটে ফেলতে হবে বলে দাবি করেছেন অরোরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk