Sports

২৬ বলে ১০০! ইতিহাস গড়লেন বাবর

Published by
News Desk

ক’দিন আগে বিরাট কোহলির সঙ্গে তুলনা করায় নিজেই আপত্তি করেছিলেন পাকিস্তানের উদীয়মান তারকা ক্রিকেটার বাবর আজম। সাফ জানিয়েছিলেন, বিরাট বিশ্ব ক্রিকেটের ১ নম্বর ক্রিকেটার। তাঁর সঙ্গে বিরাটের তুলনা টানার প্রশ্নই ওঠে না। পাকিস্তানের এই ‘স্পোর্টসম্যান স্পিরিট’ ধরে রাখা তরুণ বাবর এবার ক্রিকেটে রেকর্ড গড়লেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে টি-১০ ফরম্যাটে বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। মাত্র ২৬ বলে শতরান করে চমকে দিলেন গোটা বিশ্বকে।

তাঁর এই স্বপ্নের ইনিংসে ছিল ১১টা ছক্কা। ৭টি চার। স্ট্রাইক রেট ৩৮৪! শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৫ বলে ১০০ রান করে বিশ্বকে চমকে দিয়েছিলেন ভারতের রোহিত শর্মা। ক’টা দিনও কাটল না, সেই রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম। তবে ঘরোয়া ক্রিকেটে। রোহিতের সেখানে রেকর্ড অন্তর্জাতিক ক্রিকেটে।

Share
Published by
News Desk