Sports

ব্যাট উঁচিয়ে মাঠেই সতীর্থ খেলোয়াড় রিজওয়ানকে তাড়া করলেন বাবর

ক্রিকেট মাঠের মধ্যে এমন এক কাণ্ড ঘটল যা দেখে অবাক নেটপাড়া। ব্যাট উঁচিয়ে ধরে সতীর্থ খেলোয়াড় মহম্মদ রিজওয়ানকে তাড়া করছেন পাকিস্তানের বাবর আজম।

Published by
News Desk

পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপে খারাপ ফল করে দেশে ফিরেছে। ৯টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ হেরে তারা সেমিফাইনালেও পৌঁছতে পারেনি। খারাপ ফলের পর বাবর আজম আর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক নন এখন। এদিকে সময় থেমে থাকেনা। বিশ্বকাপ ভুলে এবার আগামী প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে বড় ২ স্তম্ভের নাম বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। ২ জনে মিলে পাকিস্তানের রান অনেক সময়ই একটা ভাল জায়গায় পৌঁছে দেন। রিজওয়ান আবার দলের উইকেট কিপারও।

তাঁরাই একটি প্রস্তুতি ম্যাচ খেলছিলেন পাকিস্তানে। মাঠে বাবর আজম ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বোলারকে কিছু বলছিলেন। বলটা হয়ে গিয়েছিল। যা জমা পড়েছিল উইকেটরক্ষক রিজওয়ানের হাতে। তিনি বাবরকে ক্রিজের বাইরে দেখে বলটি ছুঁড়ে দেন উইকেটে। উইকেট ভেঙে যায়।

রিজওয়ান তখন আম্পায়ারের দিকে চেয়ে আউট চান। পুরোটাই মজার ছলে হচ্ছিল। এদিকে রিজওয়ানকে বারবার আউট চাইতে দেখে এবার বাবর আজম রেগে ব্যাট উঁচিয়ে ধরে রিজওয়ানের পিছু তাড়া করেন।

রিজওয়ান মাঠের মধ্যেই ছুটতে থাকেন। পিছনে ব্যাট উঁচিয়ে তাঁকে ধাওয়া করেন বাবর। পুরোটাই হয় মজার ছলে। তবে এই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

বহু নেট নাগরিক এই দৃশ্য উপভোগ করেছেন। বারবার চালিয়ে দেখেছেন এই মজার কাণ্ড। প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট দল।

Share
Published by
News Desk
Tags: Babar Azam