National

এবার আসছে ‘বাল আধার’

Published by
News Desk

বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্যও আধার কার্ড আনল সরকার। কোনও শিশুর ১ বছরের ওপর ও ৫ বছরের নিচে বয়স হলেই এই আধার কার্ড তৈরি করা যাবে। যেখানে আঙুলের ছাপ বা শিশুর আইরিস স্ক্যানের কোনও দরকার পড়বে না। বায়োমেট্রিক লাগবে না। ‘বাল আধার’ নাম দিয়ে ৫ বছরের কম বয়সীদের জন্য এই আধার কার্ড হবে নীল রঙের। তাতে থাকবে বাবা-মায়ের আধার সংক্রান্ত তথ্যাবলি।

নীল রঙের বাল আধার কার্ড শিশুর ৫ বছর বয়স পর্যন্তই বৈধ। তারপর অবশ্য বড়দের মতই তাদের বায়োমেট্রিক আধার কার্ড তৈরি হবে। সেই কার্ড আবার ১৫ বছর বয়স হলে পরিবর্তন করে ফের নতুন করে আধার কার্ড বানাতে হবে।

Share
Published by
News Desk