Entertainment

কেন কাটাপ্পা হত্যা করল বাহুবলীকে? কৌতূহল নিরসনে প্রেক্ষাগৃহে বাহুবলী ২

Published by
News Desk

অবশেষে প্রেক্ষাগৃহে আত্মপ্রকাশ করল বাহুবলী ২। ২০১৫ সালে বাহুবলী ১ এক অন্য উন্মাদনার জন্ম দিয়েছিল। সঙ্গে একটা চাপা কৌতূহল। সকলের মুখেই ছিল এক প্রশ্ন, কেন কাটাপ্পা বাহুবলীকে হত্যা করল? সে প্রশ্ন বুকে চেপে এতদিন অপেক্ষা করেছেন দর্শকরা। সেই কৌতূহলকেই তাঁর ছবির দ্বিতীয় পর্বের ইউএসপি বানিয়েছিলেন পরিচালক এসএস রাজামৌলি।

বাহুবলী ২ প্রেক্ষাগৃহে প্রকাশ পাওয়ার অনেক আগে থেকেই এ ছবির প্রমোশন শুরু হয়ে গিয়েছিল। সব বলার চেষ্টা হলেও আসল প্রশ্নের উত্তরটা সুকৌশলে কৌতূহলের পর্যায়ে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। সেই কৌতূহল নিরসনে শুক্রবার বিভিন্ন হলে উপচে পড়ল ভিড়। প্রথম দিনেই কিন্তু বাজিমাত করেছে বাহুবলী। সিনেমাটিকে গ্রাফিক্স এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। সঙ্গে রয়েছে রূপকথার নতুন নতুন খোরাক। টানটান সিনেমা। ফলে বিরাট করে ভাবার কিছু না থাকলেও দর্শকদের পুরো সময় চেয়ারের বসিয়ে রাখার সব মশলাই ঠিকঠাক মেশাতে পেরেছেন রাজামৌলি।

Share
Published by
News Desk

Recent Posts