Entertainment

স্টেজে তাঁর ওপর ভক্তের নোট বর্ষণ, এত অর্থের কি করলেন বলিউড তারকা

তাঁর পারফরমেন্স স্টেজে আগুন ঝরাচ্ছে। উদ্বেল দর্শকরা। এরমধ্যেই তাঁর ওপর ঝরে পড়ল প্রচুর অর্থ। সেসব নোট নিয়ে ঠিক কি করলেন বলিউড তারকা।

Published by
News Desk

বলিউডের তিনি প্রথমসারির তারকা। ঝুলিতে রয়েছে একের পর এক হিট। সেই সঙ্গে তাঁর আরও একটি গুণ রয়েছে। অসাধারণ অভিনয় ক্ষমতার পাশাপাশি তিনি একজন সুগায়ক। রয়েছে তাঁর নিজের একটি ব্যান্ডও।

তাঁর শ্যুটিংয়ের ফাঁকে সময় পেলেই তিনি তাঁর ব্যান্ড নিয়ে নানা জায়গায় শো করেন। তাঁর ব্যান্ড ‘আয়ুষ্মান ভব’ নিয়ে তিনি শো করছিলেন নিউ ইয়র্কে। সেখানে তাঁর গানে তখন স্টেজে আগুন ঝরছে।

তাঁর সুর আর পারফরমেন্সের যাদুতে মোহিত পুরো দর্শককুল। এরমধ্যেই আচমকা স্টেজে বলিউড তারকা আয়ুষ্মান খুরানার ওপর ঝরে পড়ে প্রচুর ডলার। দর্শকদের মধ্যেই থাকা তাঁর কোনও ভক্ত আয়ুষ্মানের গানে খুশি হয়ে ওই টাকা উড়িয়ে দেন আয়ুষ্মানের ওপর।

তিনি তাঁর ভালোলাগা বোঝাতে এমন করলেও আয়ুষ্মান এই ঘটনার পর গান থামিয়ে দেন। তারপর ওই ভক্তের দিকে চেয়ে বলেন, তিনি যেন এভাবে ডলার না ওড়ান।

তিনি বরং ওই টাকা কোনও ভাল কাজে দান করতে পারেন। যে দানের অর্থে মানুষের উপকার হবে। এমন কোনও কাজ। কিন্তু দয়া করে তিনি যেন এভাবে ডলার না ওড়ান।

আয়ুষ্মানের এই বক্তব্যে তাঁর ভক্তরা আরও একবার উদ্বেল হয়ে পড়েন। অনেকেই তাঁর এই অসাধারণ আচরণের প্রশংসা করেন। যে ব্যক্তি এভাবে ডলার উড়িয়ে আয়ুষ্মান খুরানার ওপর বর্ষণ করেন তাঁকেও ভর্ৎসনার মুখে পড়তে হয় সোশ্যাল মিডিয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk