SciTech

বিশ্বের একটি বিশেষ স্থান ছাড়া এদের আয় আয় করে লাভ নেই

বিশ্বের একটিমাত্র স্থানেই তাদের দেখা মেলে। অন্য কোথাও গিয়ে আয় আয় করে লাভ হবেনা। সমুদ্র জল পার করলেই তারা আর দেখা দেয়না।

Published by
News Desk

বিশ্বের এমন কিছু স্থান রয়েছে যেখানে অনেক কিছুই বড় অবাক করা। সেখানে এমনও অনেক প্রাণ ঘুরে বেড়াচ্ছে যাদের অন্য কোথাও দেখতে পাওয়া যায়না। বিশ্বের কয়েকটি চিড়িয়াখানায় অবশ্য তাদের দেখা মেলে। তবে তা প্রকৃতির মাঝে নয়।

বিশ্বের কোনও জঙ্গলে এদের খোঁজ না মিললেও এমন এক দ্বীপরাষ্ট্র রয়েছে যেখানে গেলে আবার একটি এমনই প্রাণির দেখা মেলে। যাদের আয় আয় করে ডাকতে হয়না। কারণ তারাই আয় আয়।

এই আয় আয় প্রাণিটি মাদাগাস্কারের জঙ্গলেই একমাত্র দেখতে পাওয়া যায়। বিশ্বের আর কোথাও এই প্রাণির দেখা মেলেনা। প্রাণিটি কিন্তু মাদাগাস্কারের জঙ্গলে হামেশাই নজরে পড়ে।

চোখ ২টো বিস্ফারিত। কেমন যেন উসকোখুসকো চেহারা। এগুলি লেমুর জাতীয় প্রাণি। তবে এদের দেখতে আলাদা। আয় আয়-কে যদি দেখতেই হয় তাহলে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে হাজির হতে হবে। সেখানকার জঙ্গলেই এদের দেখা মিলবে।

বিশ্বের অন্যতম অবাক করা প্রাণির তালিকায় পড়ে এই আয় আয়। এরা শূককীট খেতে ভালবাসে। তাই গাছের ডালে ঝুলতে ঝুলতে তারা তাদের ধারাল লম্বা নখ দিয়ে গাছে ফুটো করে। তারপর তার মধ্যে একটি আঙুল ঢুকিয়ে তাই দিয়ে খুঁটে শূককীট বার করে আনে।

তাই এই প্রাণি যেমন অদ্ভুত, তেমনই তাদের খাদ্যাভ্যাসও অদ্ভুত। মাদাগাস্কারে আয় আয় বাঁচানোর চেষ্টা জোরকদমে চলছে। কারণ সেখানকার স্থানীয় কিছু মানুষ এদের দেখা খারাপ বলে মনে করেন। তাই তাঁরা আয় আয় দেখলে তার ক্ষতিও করেন।

Share
Published by
News Desk
Tags: Madagascar

Recent Posts