Entertainment

ব্রহ্মাস্ত্রের এখনও অনেক কিছু লুকিয়ে রেখেছেন তিনি, কি কি জানালেন পরিচালক

ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা, সিনেমাটি ইতিমধ্যেই সুপারহিট হয়ে গিয়েছে। কিন্তু সেখানেই শেষ নয়, আরও কি কি তাঁর কাছে লুকোনো রয়েছে তা জানালেন পরিচালক।

Published by
News Desk

তারকাখচিত ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা সিনেমাটি নিয়ে জল্পনার শেষ ছিলনা। অবশেষে তা যখন মুক্তি পেল তখন তা সুপারহিট। এখন প্রেক্ষাগৃহে রমরম করে চলছে আলিয়া রণবীরের ব্রহ্মাস্ত্র।

পরিচালক অয়ন মুখোপাধ্যায় এই সাফল্যে খুশি হওয়ারই কথা। তবে এই খুশির আবহাওয়ায় তিনি নিজেই একটি কথা স্বীকার করেছেন। ফাঁসও করে দিয়েছেন।

অয়ন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন ব্রহ্মাস্ত্র সিনেমায় যা রয়েছে তা ছাড়া বেশ কিছু তাঁর ঝুলিতে লুকোনো রয়েছে। যা প্রকাশ করা হয়নি। তবে প্রকাশ করা হবে।

কি লুকোনো রয়েছে তাঁর ঝুলিতে? অয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন ব্রহ্মাস্ত্র সিনেমার গানগুলিও এখন মুখে মুখে ঘুরছে। যার মধ্যে রয়েছে কেশারিয়া, ডান্স কা ভূত, দেবা দেবা। এছাড়াও কিন্তু ব্রহ্মাস্ত্র সিনেমায় আরও গান রয়েছে। আরও মিউজিক ট্র্যাক রয়েছে। যা তিনি সিনেমার সঙ্গে প্রকাশ করেননি। রেখে দিয়েছেন। সেগুলিও সমান জনপ্রিয়তা পাওয়ার যোগ্য বলেই মনে করছেন অয়ন।

সেই গানগুলি আগামী দিনে প্রকাশ করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। অয়ন জানিয়েছেন, যে গানগুলি সিনেমায় প্রকাশ পেয়েছে তার চেয়েও বেশি রয়েছে তাঁর ঝুলিতে। যা তিনি দশেরা-র দিন বা তার আগে প্রকাশ করার কথা চিন্তা করেছেন।

তখন প্রকাশ করা হবে ব্রহ্মাস্ত্রের সবকটি গান ও মিউজিক ট্র্যাক। যা শোনার জন্য এখন উঁচিয়ে আছেন সঙ্গীতপ্রেমী মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk