World

অতি বিষাক্ত মাকড়সা পেলে বেশি করে দান করার অনুরোধ করল এক চিড়িয়াখানা

অতিরিক্ত বিষাক্ত মাকড়সা পেলে যত বেশি করে সম্ভব তা তাদের দান করতে সাধারণ মানুষের কাছে আর্জি জানাল একটি চিড়িয়াখানা।

Published by
News Desk

আশপাশে দেখতে পেলে সাধারণ মানুষকে মাকড়সা ধরতে অনুরোধ করল একটি চিড়িয়াখানা। চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে এই সময় অনেক মাকড়সা দেখতে পাওয়া যায়। ফানেল-ওয়েব মাকড়সাই চিড়িয়াখানার সবচেয়ে বেশি পছন্দ। কারণ এই মাকড়সার বিষ সবচেয়ে বেশি।

এইসময় সিডনির আশপাশে প্রচুর বৃষ্টি হয়। একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া বিরাজ করে। এইসময় প্রচুর এই ফানেল-ওয়েব মাকড়সা দেখতে পাওয়া যায়। যে কেউ তাঁর আশপাশে এমন মাকড়সা দেখলে তা ধরতে পারলে, সেই মাকড়সা ওই চিড়িয়াখানাকে দান করতে পারেন।

মাকড়সাগুলি চিড়িয়াখানার দরকার। তাই যত বেশি সংখ্যায় সম্ভব ওই মাকড়সা ধরে দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানাল চিড়িয়াখানা।

এমন অতি বিষাক্ত মাকড়সা দিয়ে কি করবে চিড়িয়াখানা? যদি দর্শকদের দেখাতে হত তাহলে তো কয়েকটা পেলেই যথেষ্ট! তার জন্য এত বেশি সংখ্যায় কেন?

এর উত্তরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে বেশ কয়েক বছর ধরেই তারা অ্যান্টি ভেনম প্রোগ্রাম শুরু করেছে। যেখানে এই মাকড়সার বিষকে কাজে লাগিয়ে অ্যান্টি ভেনম তৈরি করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার রেপটাইল পার্ক চিড়িয়াখানা এই অ্যান্টি ভেনম তৈরির সঙ্গে যুক্ত। এজন্য তাদের প্রচুর মাকড়সার বিষ দরকার। তাও আবার অতি বিষাক্ত মাকড়সার।

এবার এখনও পর্যন্ত কম মাকড়সাই সাধারণ মানুষের কাছ থেকে দান হিসাবে পেয়েছে তারা। তাই তাদের আর্জি যত বেশি করে সম্ভব মানুষ যেন এই মাকড়সা দেখলেই ধরে ওই চিড়িয়াখানায় দান করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Australia

Recent Posts