World

এ দেশে লাফিয়ে বাড়ছে গৃহহীনের সংখ্যা, রাস্তায় তাঁবু খাটিয়ে কাটাচ্ছেন বহু মানুষ

মাথার ওপর ছাদ মানুষের বেঁচে থাকার অন্যতম এক শর্ত। সেটাই যদি না থাকে তাহলে জীবন কতটা দুর্বিষহ হতে পারে তা সকলের জানা।

Published by
News Desk

এ দেশে কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা। বাড়ি ভাড়া এখন সেখানে এতটাই বেড়েছে যে অনেকের পক্ষেই তা দেওয়া আর সম্ভব হচ্ছেনা। গৃহহীন হয়ে পড়ছেন তাঁরা। এই তালিকার একটা বড় অংশ অবসরপ্রাপ্তরা।

গৃহহীনদের পাশে দাঁড়িয়েছে কয়েকটি এনজিও। কিন্তু তারাও আর পেরে উঠছে না। এত প্রবল চাপ গৃহহীনদের যে তাঁদের একটু থাকার ব্যবস্থা করতে হিমসিম খেতে হচ্ছে সংস্থাগুলিকে।

এদিকে আবেদন এসেই চলেছে। অস্ট্রেলিয়া জুড়েই এই গ্রীষ্মে গৃহহীনদের সংখ্যা লাফিয়ে বেড়েছে। এতটাই বেড়েছে যে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হচ্ছে। অনেকেই এখন কোনও ফাঁকা জায়গায় তাঁবু খাটিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

মাথার ওপর ছাদ পেতে যে খরচ করতে হবে সে অর্থের সংস্থান তাঁদের নেই। ফলে তাঁবুই ভরসা। যেভাবে কর্মসংস্থানের অভাব প্রকট হচ্ছে তাতে এই পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছবে সেটাই পরিস্কার নয়।

এভাবে গৃহহীনের সংখ্যা বৃদ্ধি যেমন একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, তেমনই গৃহহীনদের মধ্যে বাড়তে থাকা শারীরিক সমস্যা নতুন মাথাব্যথার কারণ হয়েছে। এভাবে অস্থায়ীভাবে থাকার জায়গায় রাতদিন কাটাতে থাকায় অনেক মানুষ নানাধরনের শারীরিক সমস্যার শিকার হচ্ছেন।

নানাধরনের সংক্রমণ তাঁদের শরীরে ছড়াচ্ছে। অবস্থা যে দ্রুত শুধরে যাবে এমন কোনও আশা দেখছে না গৃহহীনদের জন্য কাজ করতে থাকা সংগঠনগুলি। প্রায় ৭০ শতাংশ অবসরপ্রাপ্ত মানুষ এখন অস্ট্রেলিয়ায় কার্যত দারিদ্রের মধ্যে জীবন কাটাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Australia

Recent Posts