World

সমুদ্রে কামড় বসাল হাঙর, নিছক বুদ্ধির জোরে অক্ষত রইলেন এক ব্যক্তি

সমুদ্রের ঢেউয়ের তালে তিনি ভেসে বেড়াচ্ছিলেন। সেখানেই হাজির হল একটি হাঙর। প্রথমে পরিক্রমা করল সে। তারপর কামড়ও বসাল। কিন্তু ওই ব্যক্তি অক্ষতই ফিরলেন।

Published by
News Desk

সমুদ্রের মাঝে হাঙরের সামনে পড়লে রেহাই পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এক ব্যক্তি দিব্যি সমুদ্রের ঢেউয়ের তালে ভেসে বেড়াচ্ছিলেন। আচমকাই তিনি লক্ষ্য করেন জলে তাঁকে এক অতিকায় হাঙর পরিক্রমা করা শুরু করেছে।

সমুদ্রের মাঝে হাঙরের কবলে। এ এক চরম অসহায় পরিস্থিতি। কারণ আশপাশে কোনও নৌকা বা জাহাজ নেই যে সেখানে উঠে পড়বেন। হাড় হিম করা পরিস্থিতি।

ডাঙায় ফিরতে ফিরতে যা করার হাঙর করে ফেলবে। ফলে সে পথও খোলা নেই। এই অবস্থায় কার্যত অসহায় হয়ে পড়েন তিনি। হাঙরটি কয়েকবার তাঁকে পরিক্রমা করে নিঃশব্দে। তারপর আচমকা একটা কামড় বসিয়ে দেয়।

ওই ব্যক্তির তখন প্রাণ সুতোর ওপর ঝুলছে। যেকোনও মুহুর্তে জীবন যেতে পারে। অন্তত অঙ্গহানি তো হতেই পারে। প্রথমে হাঙর কামড় বসানোর পর তাঁর মনেই হয়েছিল তাঁর কোনও একটা অঙ্গে পড়েছে হাঙরের ধারালো দাঁত।

পরে বুঝতে পারেন নিছক কপাল জোরে রক্ষা পেয়েছেন তিনি। হাঙরটি কামড় বসিয়েছে বটে, তবে তাঁর শরীরে নয়, বরং তিনি যে সার্ফিং বোর্ডে ঢেউয়ের তালে ভেসে বেড়াচ্ছিলেন সেই বোর্ডের খানিকটা কেটে নিয়ে চলে গেছে সে।

সামান্যের জন্য তাঁর দেহের ওপর কামড়টা পড়েনি। তিনি হাঙর কামড় বসাতে যাচ্ছে দেখেই শরীরটাকে হাঙরের মুখের দিক থেকে একটু সরিয়ে বোর্ডটা তার মুখের দিকে এগিয়ে দেন। তাতে হাঙরের দাঁতের কামড় পড়ে বোর্ডে।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। পশ্চিম অস্ট্রেলিয়ার চেনেস বিচের এই ঘটনা এখনও ভাবলে শিউরে উঠছেন ওই মধ্যবয়সী ব্যক্তি।

Share
Published by
News Desk
Tags: Australia