World

এ দেশে ২০ শতাংশ মহিলাকে লুকিয়ে ধাওয়া করা হয়, বাদ নয় পুরুষরাও

এ দেশে প্রতি ৫ জন মহিলার ১ জন খোলাখুলি জানিয়েছেন তাঁদের জীবনে কোনও না কোনও সময়ে লুকিয়ে ধাওয়া করা হয়েছিল। এমনকি এই দাবি পুরুষরাও করেছেন।

Published by
News Desk

রাস্তায় চলাফেরার সময় মহিলাদের নানা ধরনের অপাংক্তেয় অভিজ্ঞতার শিকার হতে হয়। তার একটি হল লুকিয়ে পিছু ধাওয়া। অনেক সময় তাঁরা বুঝতে পারেন তাঁদের ধাওয়া করা হচ্ছে।

এক বা একাধিক জন তাঁকে ধাওয়া করছে। সেক্ষেত্রে তাঁরা আরও সজাগ হন। প্রয়োজনে পদক্ষেপও করেন। কিন্তু এ পরিস্থিতি যে কেবল ভারতের জন্য প্রযোজ্য এমনটা নয়।

অন্য দেশের মহিলাদেরও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। যেমন অস্ট্রেলিয়ার একটি খতিয়ান বলছে সে দেশে প্রতি ৫ জন মহিলার মধ্যে ১ জন এভাবে লুকিয়ে পিছু ধাওয়ার শিকার হয়েছেন।

তাঁদের দিকে লুকিয়ে নজর রাখা হচ্ছে। তাঁরা কোথায় কখন যাচ্ছেন তাও নজরে রাখা হচ্ছে। এটা তাঁরা বুঝতে পারেন। যদিও শুধু মহিলারা নন, অস্ট্রেলিয়ায় আবার সাড়ে ৬ লক্ষ পুরুষও দাবি করেছেন তাঁরা লুকিয়ে ধাওয়ার শিকার। যেটা নজরকাড়া সেটা হল মহিলাদের পিছু ধাওয়া হোক বা পুরুষদের, ১৫ বছর বয়সী বা তার বেশি বয়সীদের ক্ষেত্রেই সেটা ঘটেছে।

অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিসটিক্স এই লুকিয়ে পিছু ধাওয়া করা বা নজরে রাখার বিষয়ে একটি তথ্যাবলী প্রকাশ করার পরই তা দেখে অস্ট্রেলিয়া তো বটেই, বিশ্বের নানা প্রান্তের মানুষও হতবাক।

অস্ট্রেলিয়ায় প্রতি ৫ জন মহিলার ১ জন এমন অস্বস্তিকর পরিস্থিতির শিকার। সে দেশেও মহিলারা অরক্ষিত বোধ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Australia

Recent Posts