World

রেকর্ড গরমে জ্বলছে শহর, পারদ পার করল ৪৭°!

Published by
News Desk

শেষ বার ১৯৩৯ সালে তাপমাত্রা পার করেছিল ৪৭°-র সীমা। তারপর থেকে এমন ভয়ংকর গা পোড়ানো গরম দেখেনি অস্ট্রেলিয়ার বন্দর শহর সিডনি। ৮০ বছর পর দেখল। ফলে জীবিত অস্ট্রেলিয়ার বাসিন্দা কেউ নেই যিনি বলতে পারবেন, হ্যাঁ শেষবার এমন গরম তিনি দেখেছিলেন ১৯৩৯ সালে। কারণ সেই সময়ের কেউ বেঁচে থাকলেও তাঁর তখন যা বয়স ছিল তাতে সেই গরমের কথা সাধারণভাবে মনে থাকার কথা নয়। তেমন এক ভয়ংকর আগুনে গরমে জ্বলছে অস্ট্রেলিয়া। সিডনিতে পারদ পৌঁছেছে ৪৭.৩°-তে। শুধু সিডনি বলেই নয়, গোটা অস্ট্রেলিয়ারই কমবেশি এই অবস্থা।

ডিসেম্বর, জানুয়ারিতে প্রবল গরম অস্ট্রেলিয়ায় নতুন নয়। এসময়ে গরম থাকে প্রতিবছর। তাপমাত্রা ঘোরাফেরা করে ৩৬ থেকে ৪০ ডিগ্রির মধ্যে। কিন্তু এবার যেন সব সীমা পার করে গেছে গরমের তাণ্ডব। এমন অবস্থা যে বাড়ি থেকে কেউ বার হতেও পারছেন না। রোদ গায়ে লাগলে চামড়া পুড়ে যাওয়ার জোগাড় হচ্ছে। তবে যা পরিস্থিতি গরম না কমলেও আগামী মঙ্গলবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে একটা সাময়িক স্বস্তি মিলতে পারে সিডনিবাসীর।

Share
Published by
News Desk
Tags: Australia

Recent Posts