World

ফুটপাথে পথচলতিদের চাপা দিতে দিতে এগোল গাড়ি, মেলবোর্নে আতঙ্ক

Published by
News Desk

সামনে লাল সিগনাল। তার পরোয়া না করে সোজা ফুটপাথের উপর গাড়ি তুলে দিল চালক। চোখের নিমেষে পথচারীদের শূন্যে উড়তে দেখা গেল। সবাই ছিটকে পড়লেন এদিক ওদিক। তারপরই শুরু হল মানুষের আর্ত চিৎকার। নিউ ইয়র্কের ম্যানহাটনের ছায়া এবারে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বৃহস্পতিবার বিকেলে মেলবোর্নের ফ্লিন্ডার্স স্ট্রিটের ভয়াবহ গাড়ি দুর্ঘটনাকে ঠিক এইভাবে হতভম্বের মতো দেখছিলেন প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা।

ক্রিসমাসের আগে বৃহস্পতিবার পথচারীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল ফ্লিন্ডার্স স্ট্রিট। আচমকা বেপরোয়াভাবে পথচারীদের ঘাড়ের উপর গাড়ি তুলে দেয় চালক। গাড়ির তলায় চাপা পড়ে যান বেশ কয়েকজন। ঘটনায় আহত ১৯ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় আহত হন ১ পুলিশ আধিকারিকও। পরে গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক অনুমানে গাড়ি দুর্ঘটনার পিছনে জঙ্গি নাশকতার গন্ধ পাচ্ছে পুলিশ। অভিযুক্ত গাড়ি চালক মানসিক ভারসাম্যহীন ও ড্রাগ আসক্তির শিকার বলেও জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। যে ব্যক্তি পুরো ঘটনাটির ভিডিও রেকর্ড করছিল পরে তাকে আটক করে পুলিশ। তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৩টি ছুরি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Australia