World

পুরুষ কুমিরদের মিলনের জন্য পাগল করে দিল হেলিকপ্টার

আকাশে উড়তে থাকা কয়েকটি সেনা হেলিকপ্টার যে কুমিরদের প্রেমে পাগল করে দিতে পারে তা কুমির বিশেষজ্ঞরাও বিশ্বাস করতে পারছেন না। কিন্তু সেটাই হয়েছে।

Published by
News Desk

সেনা মহড়া তো চলতেই থাকে। নানা জায়গা সেনা মহড়ার জন্য বেছে নেওয়া হয়। একটি কুমিরের খামারকে লোকেশন স্থির করে ওই অঞ্চলে সেনা হেলিকপ্টার তাদের মহড়া শুরু করেছিল। কয়েকটি হেলিকপ্টার শতাধিক কুমিরের সেই ডেরার কাছে অনেকটাই নেমে আসে। তারপর উপরে উড়ে যায়।

এদিকে হেলিকপ্টারগুলি নিচের দিকে নেমে এসে ফের উপরে উঠে যাওয়ার সময় পুরুষ কুমিররা হঠাৎ মাথা তুলে হেলিকপ্টারগুলির দিকে চেয়ে আওয়াজ করে ওঠে।

তারপর কপ্টারগুলি উপরে উড়ে যেতেই তারা পাগলের মত স্ত্রী কুমিরদের কাছে হাজির হয়। সময় নষ্ট না করে কার্যত পাগলের মত স্ত্রী কুমিরদের সঙ্গে মিলন শুরু করে তারা।

ওই খামারের দায়িত্বে থাকা মানুষজন পুরুষ কুমিরদের এমন কামুক চেহারা এর এগে দেখেননি। তাঁরা কেন কুমির বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারছেন না হেলিকপ্টারের আকাশে ওড়ার সঙ্গে পুরুষ কুমিরদের এমন কামুক হয়ে ওঠার কারণ কি!

বিশেষজ্ঞরা অনুমান করছেন হয়তো পুরুষ কুমিরদের মনে হয়েছিল ওই কপ্টারগুলির আওয়াজ তাদের প্রতিদ্বন্দ্বী পুরুষ কুমিরদের ডাক। যারা তাদের কাছ থেকে তাদের স্ত্রী কুমিরদের কেড়ে নিতে এসেছে।

তবে সঠিক কারণ এটাই যে এমন কথা জোর দিয়ে বলতে পারছেন না কেউ। কিন্তু এটা দেখে অবাক যে হেলিকপ্টার দেখার পর, তার আওয়াজ শোনার পর কুমিররা এতটাও পাগলের মত মিলন করতে পারে। বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এই কুমির খামারের কাহিনি ছড়িয়ে পড়েছে।

Share
Published by
News Desk
Tags: Australia

Recent Posts