World

সমুদ্রতটে ভেসে এল রহস্যময় সিলিন্ডার, ভয়ে কাছে যাচ্ছেনা কেউ

সমুদ্রের ধারে এক সুন্দর বালুকাবেলা। মানুষের যাতায়াত লেগেই থাকে এখানে। সেখানেই এখন আতঙ্কের ছায়া। দূর থেকে এক বিশাল বস্তুকে দেখছেন সকলে। হাত ছোঁয়াচ্ছেন না।

Published by
News Desk

সমুদ্রের ধারে প্রতিদিনই মানুষ সময় কাটাতে আসেন। এই সুন্দর বালুকাবেলায় কিছুটা সময় কাটিয়ে যান। হেঁটে বেড়ান বালির ওপর দিয়ে। সেই শান্ত সমুদ্রসৈকত আচমকাই অশান্ত হয়ে উঠল।

সমুদ্রের ঢেউ কি যেন ভাসিয়ে এনেছে। ঢেউয়ের তালে ভাসতে ভাসতে এসে তা আটকা পড়েছে বালিতে। তারপর বালিতেই তা অল্প বেঁকে আটকে রয়েছে। যা চোখে পড়ার পর আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

একটা বিশাল ধাতব সিলিন্ডারের মত দেখতে বস্তু। এমন এক বিশাল বস্তু যে সমুদ্রের ঢেউয়ের তালে ভেসে এসেছে তা ভেবেই অবাক হচ্ছেন অনেকে। এতো ডুবে যাওয়ার কথা!

বস্তুটি নজরে পড়ার পরই এই জায়গা ঘিরে দেয় পুলিশ। সকলকে জানিয়ে দেওয়া হয় কেউ যেন এটি ছুঁয়ে দেখার চেষ্টা না করেন। ডাকা হয় বিশেষজ্ঞদের। বস্তুটি কি তা জানা দরকার। ক্ষতিকারক কিনা তাও জানা দরকার।

বস্তুটি ঠিক কি বা কিসের অংশ তা নিয়ে কেউই নিশ্চিত করে কিছু বলে উঠতে পারছেন না। অস্ট্রেলিয়ার পশ্চিমাংশের গ্রিন হেড এলাকার ওই সমুদ্রতটে আটকে যাওয়া রহস্য বস্তুটি কোনও অন্য দেশের মহাকাশযানের অংশ হতে পারে বলে মনে করছে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি।

মহাকাশ গবেষণা সংস্থাটি বিষয়টি সম্বন্ধে অন্য দেশের সঙ্গে কথা বলবে বলেও জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার আগে সমুদ্রের জলে ভেসে আসা বস্তুটি নিয়ে মানুষের কৌতূহল রয়েই গেল।

Share
Published by
News Desk
Tags: Australia

Recent Posts