World

কর্মচারিদের নিজেদের খরচে বিদেশে বেড়াতে নিয়ে গেল সংস্থা, সেরা বস বলছেন সকলে

কর্মচারিদের অভিযোগ হল সংস্থা তাঁদের দিয়ে যতটা খাটায় ততটা তাঁদের ফেরত দেয়না। কিন্তু এই সংস্থা সব অভিযোগ মুছে দিল। বেড়াতে নিয়ে গেল কর্মচারিদের সকলকে।

Published by
News Desk

সংস্থায় যত কর্মচারি কাজ করেন তাঁদের সকলকে নিয়ে বিদেশে বেড়াতে গেলেন সংস্থার কর্ণধার। যাতায়াত, থাকা, খাওয়া, ঘোরা সব খরচ সংস্থা বহন করেছে।

ইন্দোনেশিয়ার বালি এমনিতেই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখানেই সকলকে নিয়ে বেড়াতে গেল সংস্থা। সেখানে পৌঁছে বিলাসবহুল হোটেলে থাকা, এলাহি খাওয়াদাওয়া কিছুই বাদ ছিলনা।

এমনকি কর্মচারিরা অনেকেই আনন্দ করে নানা ধরনের বিনোদনে যোগ দেন। তার খরচও সংস্থাই বহন করে। তাও আবার ১ দিন, ২ দিনের জন্য নয়, ২ সপ্তাহ ধরে সংস্থার খরচে বালিতে আনন্দঘন সময় কাটিয়ে আসেন কর্মচারিরা। যার পরে ওই সংস্থার প্রতি কর্মচারিদের ভালবাসা কথায় ব্যাখ্যা করা যাচ্ছেনা।

সংস্থার কর্মচারিরা খুশি এ তো স্বাভাবিক, নেটিজেনরা পর্যন্ত বিষয়টি জানার পর থেকে ওই সংস্থার কর্ণধারকে বিশ্বের সেরা বস-এর তকমা দিয়েছেন। ওই সংস্থায় কোনও পোস্ট খালি আছে কিনা তাও অনেকে জানতে চেয়েছেন। এমন একটা সংস্থায় কাজ করা মানুষের স্বপ্ন হয় বলেও জানিয়েছেন তাঁরা।

অস্ট্রেলিয়ার সিডনির সংস্থা স্যুপ এজেন্সি তাদের কর্মচারিদের এই ২ সপ্তাহের বেড়িয়ে আনার পর এখন বিশ্বজুড়েই এই সফর নিয়ে আলোড়ন পড়ে গেছে। অন্য সংস্থাগুলি পর্যন্ত চাপে পড়েছে। সব কর্মচারিই এখন চাইছেন তাঁদের সংস্থাও তাঁদের জন্য এমন আয়োজন করুক।

তবে এমন নয় যে অন্যকোনও সংস্থা কর্মচারিদের জন্য কিছুই করেনা। ভারতেই দক্ষিণ ভারতীয় একটি সংস্থা তাদের সব কর্মচারিকে গাড়ি উপহার দিয়েছিল। এমনই ঘটনা ঘটে গুজরাটেও।

Share
Published by
News Desk
Tags: Australia