World

বিয়ে সামনে, তার আগে সংক্রমিত হওয়ার আপ্রাণ চেষ্টা হবু কনের

যেখানে সকলে এখন সংক্রমণ কীভাবে এড়ানো যা সেই চেষ্টা করছেন, তখন তাঁর চেষ্টা ঠিক উল্টো। তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে তিনি সংক্রমিত হন।

Published by
News Desk

গোটা বিশ্ব সংক্রমণের আশঙ্কায় তটস্থ। সকলেই চাইছেন যেন তাঁর না হয়। চেষ্টা করছেন যাতে সংক্রমণ এড়িয়ে থাকা যায়। অনেকেই নিয়ম মেনে টিকা গ্রহণ করে নিয়ম মেনে চলে সংক্রমণ এড়ানোর চেষ্টা চালাচ্ছেন।

এটুকু ঠিক যে কেউ সাধ করে সংক্রমিত হতে চাইছেন না। কিন্তু এর উল্টোটাও হচ্ছে। এক হবু কনে তো সেই চেষ্টা করে চলেছেন।

এজন্য তিনি কদিন ধরেই অচেনাদেরও জড়িয়ে ধরছেন। ক্লাবে গিয়ে বিভিন্ন জনের হাত থেকে টেনে নিয়ে তাঁর এঁটো করা গ্লাসে চুমুক দিচ্ছেন। লক্ষ্য একটাই, যেভাবে হোক সংক্রমিত তাঁকে হতেই হবে।

এমন আজব কাণ্ড কেন? সকলে যেখানে সংক্রমণ থেকে দূরে থাকতে চাইছেন, সেখানে ওই হবু কনে কেন চাইছেন তিনি সংক্রমিত হন?

ওই তরুণীর দাবি, তাঁর বিয়ের বাকি ৬ সপ্তাহ। তিনি যদি এখনই সংক্রমিত হন তাহলে তিনি বিয়ের আগে সেরে উঠবেন। একবার সংক্রমিত হলে তখনই সংক্রমিত হওয়ার চিন্তা থাকবে না।

আর যদি এখন তাঁর সংক্রমণ না হয়, তাহলে বিয়ের সময় বা বিয়ের আগেও যখন তখন সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাবে। তিনি সেটা চান না।

তিনি চান বিয়েটা দারুণভাবে উপভোগ করতে। তাই এখন তিনি চান দ্রুত যেন তিনি সংক্রমিত হন। সেই চেষ্টাই চালাচ্ছেন তিনি। এই তরুণী অস্ট্রেলিয়ার বাসিন্দা। প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় এখন সংক্রমণ ফের মাথাচাড়া দিয়েছে।

Share
Published by
News Desk
Tags: Australia

Recent Posts