World

১ লক্ষ হেক্টর এলাকা জুড়ে পুড়ছে সবুজ

Published by
News Desk

অ্যামাজন জ্বলতে শুরু করার পর গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াচ্ছিল। কারণ বিশ্বের ২০ শতাংশ অক্সিজেনের যোগানদাতা অ্যামাজনের গহন অরণ্য। ফলে প্রাকৃতিক ভারসাম্য নিয়ে চিন্তা না হওয়ার কিছু নেই। তবে অ্যামাজন ছাড়াও মার্কিন মুলুক সহ ইউরোপের অনেক বনাঞ্চলে দাবানল হানা দেয়। আগুন জ্বলতে থাকে। জ্বলতেই থাকে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় হেক্টরের পর হেক্টর সবুজ অরণ্য। এবার তেমনই একটি আগুন ছড়াল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাসিনো এলাকায়।

এটা ঠিক দাবানল হয়তো নয়। ঘাসজমিতে আগুন। কিন্তু এই ঘাস জমির আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না দমকলকর্মীরা। হুহু করে ছড়াচ্ছে আগুন। ১ লক্ষ হেক্টর জমি ইতিমধ্যেই আগুনের গ্রাসে। কালো ধোঁয়া দূরদূরান্ত পর্যন্ত ছেয়ে গেছে। ২০টি বাড়ি পুড়ে গেছে। বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলস জুড়ে ৪০টি বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়েছে। যা গ্রাস করছে জনপদও।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আগুন যেভাবে ছাড়াচ্ছে তা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন তিনি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা চলছে। কিন্তু আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণে আনা দ্রুত সম্ভব হচ্ছেনা। বরং কালো ধোঁয়া এলাকা গ্রাস করছে। আগুন নতুন নতুন জায়গায় ছড়াচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Australia